Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেজালমুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে চাই

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সবার সহযোগিতা নিয়ে দেশের ১৭ কোটি মানুষের মাঝে ভেজালমুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে চাই।

গতকাল শনিবার ঢাকার ধামরাই পৌর শহরের লাকুড়িয়াপাড়া আব্দুস সোবহান মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এদেশের সব মানুষের খাদ্যের চাহিদা এ মন্ত্রণালয় থেকে পূরণ করতে হয়। বাংলাদেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ণ দেশ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভেজালমুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাবার আমাদের নিশ্চিত করতে হবে। এ জন্য শুধু মাত্র মোবাইল কোর্ট হলেই হবে না। এজন্য নিজের বাড়ি থেকে শুরু করে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, অভিবাবক, শিক্ষকসহ সব শ্রেণির মানুষের সচেতনতা থাকতে হবে, তবেই নিরাপদ খাদ্য অবশ্যই দিতে পারবো।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যে ভিশন দিয়ে আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন তা শততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই। সেই সাথে তিনি একটি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গঠনের জন্য সকলের পরামর্শ কামনা করেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি মক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। সভাপত্বি করেন আব্দুস সোবহান মডেল হাই স্কুলের সভাপতি ও মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা। বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



 

Show all comments
  • Muhibbullah ২৭ জানুয়ারি, ২০১৯, ১১:৩০ পিএম says : 0
    Icekreemer porti lakho rakha valo
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ