রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। এই নির্বাচনে ১৭১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনায় এ্যাডভোকেট আশরাফুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে দায়িত্ব পালন করছেন সাত সদস্যের বোর্ড।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, লাইব্রেরি সম্পাদক, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং নির্বাহী সদস্যের ৭টি পদের বিপরীতে অংশগ্রহন করছেন ২৬ জন প্রার্থী। রিটার্নিং অফিসার আশরাফুল আরেফিন চৌধুরী জানান, ১৪ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে ১৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ জানুয়ারি মনোনয়ন সংগ্রহ ও ২০ জানুয়ারি জমাদান, ২১ জানুয়ারি বাছাই, ২৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ২৪ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।