Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষীপুরে এক পরিবারের ছয়জনসহ নিহত ১৬

আহত ছেলেকে দেখতে যাওয়ার সময় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, বিভিন্ন স্থানে নিহত আরো ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম | আপডেট : ১২:০৮ এএম, ২৪ জানুয়ারি, ২০১৯

আহত ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে লক্ষীপুরে লাশ হলো একই পরিবারের ছয়জনসহ ৭ জন। গতকাল ভোরে লক্ষীপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম মান্দারী এলাকায় ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ষষে এ দুর্ঘটনা ঘটে। এতে দুমড়েমুছড়ে যায় সিএনজি। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এ ঘটনা ঘটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরো ৯ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও ময়মনসিংহে ২ জন করে, খাগড়াছড়ি মৌলভীবাজার ও শ্রীপুরে ১ জন করে। আহত হয়েছেন ১০ জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে এ প্রতিবেদন :
লক্ষীপুর : লক্ষীপুর-ঢাকামহাসড়কের পশ্চিম মান্দারী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী একই পরিবারের শাহ আলম ও তার শিশু পুত্র অমিত হোসেন, সামছুন নাহার ও তার দুই মেয়ে নাছিমা আক্তার, রোকেয়া বেগম এবং মেয়ের জামাতা রুবেল হোসেন ও সিএনজি চালক নুর হোসেন। একই পরিবারের নিহত সবাই সদর উপজেলার চন্দ্রগঞ্জের সাদারঘর ও সিএনজি চালক নুর হোসেন একই উপজেলার নেয়ামতপুর এলাকার বাসিন্দা। এ দিকে ঘটনার পর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্বজনরা জানায়, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তররকে গত মঙ্গলবার রাতে লক্ষীপুরপুরের সাদারঘর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিম মাহমুদ অন্তরকে দেখতে তার পারিবারের লোকজন হাসপাতালে দেখতে যাচ্ছিলো। এসময় পশ্চিম মান্দারী এলাকায় সিএনজি অটোরিক্সাটি পৌঁছলে দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা মালবাহীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে সিএনজি অটোরিক্সাটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় সবাই। তিন ঘন্টা অভিযান চালিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাক ও সিএনজিটি উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসময় দু-পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এদিকে অভিযোগ রযেছে, রেকার আসতে দেরি হওয়াতে উদ্ধার কাজে তিন ঘন্টা সময় লাগছে। সঠিক সময়ে রেকার আসলে এত প্রানহানীর ঘটনা ঘটতে না বলে অভিযোগ করেন স্থানীয়রা। লক্ষীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালাক মো. আবদুল্লাহ ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহজাহান জানান, দীর্ঘ তিনঘন্টার চেষ্টা চালিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাক ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে। এতে করে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যাত্রীবাহি বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন শহরের কান্দিপাড়া মহল্লার বারেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী সাচ্চু মিয়া (৩২), গফুর মিয়ার ছেলে সাবু মিয়া (২৫)। আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, দুপুরে সরাইল বিশ্বরোডগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। নিহত দুইজনই পুরুষ।
ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক ও এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও একজন গুরুতর আহত হয়েছে। ফুলবাড়ীয়ার কান্দুর বাজার সংলগ্ন স্থানে ও ভালুকা উপজেলার সিডষ্টোর বাজারে এ পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, ‘উপজেলার কেশরগঞ্জ কলেজের প্রভাষক সাইফুল ইসলাম তার অপর এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেল মেরামত করার জন্য কলেজ থেকে টাঙ্গাঈলের মধুপুর যাচ্ছিলেন। উপজেলার কান্দুর বাজার নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। আহত হন আরও অজ্ঞাত একজন। ’
অন্যদিকে ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘শিশু রাহাত উপজেলার সিডষ্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রাহাতের মৃত্যু হয়।
মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টায় বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী (নিমাইরপুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের জান মোহাম্মদ খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রিপন আহমদ বড়লেখা পৌরশহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পৌরশহরের উত্তর চৌমুহনী (নিমাইরপুল) এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিপন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজারে গতকাল শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমরান ও আজাহার আলী নিহত হন। পরে পুলিশ ও গোবিন্ধগঞ্জ ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহত ইমরান আলী গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের সালামের ছেলে ও আজাহার আলী একই গ্রামের জয়নালের ছেলে।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে গতকাল নিয়ন্ত্রনহীন বাস থেকে লাফিয়ে পড়ে আম্বিয়া খাতুন (৩৪) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরও ৮ জন গুরুতর আহত হয়। নিহত আম্বিয়া খাতুন ওই গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানা ছুটির পর শ্রমিকরা বাসে করে বাড়ি ফেরার পথে বাসটি বরমীর জনতার মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় বাস থেকে তাড়াহুড়া করে নামার সময় বেশকয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আম্বিয়া খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গত মঙ্গলবার যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে কালা মারমা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহাল ত্রিপুরা নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাস মাটিরাঙ্গা থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই কালা মারমা নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহাল ত্রিপুরা আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত ৭


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ