Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী প্রতারকসহ গ্রেফতার ৬

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

প্রতারণার ফাঁদে ফেলে নারীর সঙ্গে পর্ণো ছবি তুলে ওই ছবি প্রচারের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৬ প্রতারককে বরিশাল মহানগর পুলিশ গ্রেফতার করেছে। নগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার নগরীর আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
৬ প্রতারক হচ্ছে আয়েশা আক্তার, সুমন সরদার, মুন্না চৌধুরী, মো. মনির হাওলাদার, তানভির খান ও জুলহাস সরদার। এ ঘটনায় পলাতক রয়েছে সুমি আক্তার ও রেজাউল ইসলাম নামে আরো দুই প্রতারক। তাদের বিরুদ্ধে মানবপাচার ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন প্রতারনার শিকার নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা এনজিও কর্মী মো. তারেক খান।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. মোশাররফ হোসেন গতকাল দুপুরে সাংবাদিক সম্মেলনে জানান, আয়েশা আক্তার বাসায় কাজের মেয়ে দেওয়ার কথা বলে তারেক খানকে গত রোববার আমানতগঞ্জ এলাকায় হাসিনা মঞ্জিল নামের একটি ভবনের ৪র্থ তলার ফ্লাটে নিয়ে যায়। ফ্লাটে ঢোকার পর দরজা আটকে দিয়ে আয়েশা ও ফ্লাটে আগে থেকেই অপেক্ষায় থাকা সুমি আক্তার তারেক খানকে জড়িয়ে ধরে ডাক চিৎকার করতে থাকে এবং তারেকের গায়ের জামাকাপড় খোলার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই অন্য অভিযুক্তরা বাহির থেকে কড়া নাড়ালে দুই নারী দরজা খুলে দেয়। পুলিশ কমিশনার জানান, মামলার অন্য আসামিরা ফ্লাটে ঢুকে তারেক খানকে মারধর এবং বিবস্ত্র করে সুমীর সঙ্গে পর্ণো ছবি মোবাইলে ধারণ করে। এ ছবি প্রকাশের ভয় দেখিয়ে তারেকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসামীরা। তারেক এক বন্ধুর মাধ্যমে বিকাশে ২০ হাজার টাকা পরিশোধ ও বাকি টাকা পরিশোধের আশ^াস দিয়ে সেখান থেকে মুক্ত হন। তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন ও মুক্তিপণের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ