Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ছেলের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ৩:৪৭ পিএম

যশোরের চৌগাছায় শাহাদত হোসেন সাধু (৫৫) নামে এক ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে পড়ে গিয়ে শহর বানু (৯০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার চৌগাছার বেড়গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার বেলা সাড়ে ১০টায় গ্রামের মধ্যপাড়া মসজিদের সামনে নামাজে জানাজা শেষে তাদের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বেড়গোবিন্দপুর পূর্বপাড়ার মৃত কিতাব আলীর ছেলে শাহাদত হোসেন সাধু (৫৫) বেশ কিছু দিন ধরে অসুস্থ হয়ে লাঠি ভর দিয়ে চলতেন। তিনি গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা হলেও তিনি পূর্বপাড়ায় বাড়ি করে বসবাস করছিলেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে অসুস্থ হয়ে তিনি মারা যান। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের মধ্যপাড়ায় সাধুর বাবার ভিটায় বসবাসরত মা শহর বানুর লাশ দেখতে রওনা হন। দ্রুত পায়ে হেঁটে চলতে গিয়ে তিনি পথিমধ্যে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ