বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা :গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-২ এ এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম নাসির মিয়া (৫৫)। তিনি ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ হাসনাবাদ এলাকার রমজান আলীর ছেলে।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার নাসির উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে নাসির মিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসির মিয়াকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি নাসির মিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত বছরে ১৩ নভেম্বর এ কারাগারে পাঠানো হয়।
গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও আব্দুস সালাম সরকার জানান, নাসির মিয়াকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।