বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা শহর বন্যা ও জলাবদ্ধতামুক্ত রাখতে নতুন প্রকল্প নেয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। গত রোববার রাজধানীর গোড়ানচটবাড়ী পাম্প হাউজ পরির্দশনের এসময় দুই মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রীদের সঙ্গে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মাহাফুজুর রহমানসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী প্রকল্প এলাকা পরির্দশন কালে বলেন, ঢাকা শহরের ছোট ছোট খাল গুলো উদ্ধার করা হবে এবং খাল গুলো খনন করা হবে। তারা বলেন,রাজধানীর আব্দুল্লাপুর রেলগেট থেকে কেল্লার মোড় পর্যন্ত ৩০ দশমিক ২০ মিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ৫৩টি ছোট-বড় পানি নিস্কাশন অবকাঠামো নির্মাণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডে এক প্রেস বিজ্ঞপ্তীতে বলা হয়, ঢাকা শহর বন্যা ও জলাবদ্ধতামুক্ত রাখার উদ্দেশ্যে নির্মিত গোড়ানচটবাড়ী পাম্প হাউজ পরিদশন করেন দুই মন্ত্রী। ১৯৮৮ সালের বন্যা পরর্বতী সময়ে ঢাকা শহরের পশ্চিমাঞ্চলে ১৩৬ বর্গকিলোমিটার এলাকা বন্যা মুক্ত রাখার উদ্ধেশ্য সমীক্ষা প্রণয়ণ করা হয়। সেই সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী রাজধানীর আব্দুল্লাপুর রেলগেট থেকে কেল্লার মোড় পর্যন্ত ৩০ দশমিক ২০ মিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ৫৩টি ছোট-বড় পানি নিস্কাশন অবকাঠামো নির্মাণের সুপারিশ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।