Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হাবের ইসির জরুরি সভা আজ

মন্ত্রিসভায় উঠছে হজ ও ওমরাহ নীতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

২০১৯ সনের জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ প্রণয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হজ ও ওমরাহ নীতিমালা এবং হজ প্যাকেজ চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিসভায় উঠবে। বেসরকারী হজ ব্যবস্থাপনায় হজযাত্রী থেকে হজ প্যাকেজের সর্ম্পূণ টাকা নিবন্ধনের সময়ে জমা নেয়ার প্রস্তাব করেছে হাব কর্তৃপক্ষ।

এ ব্যাপারে হজ এজেন্সীগুলোর মতামত নিয়ে আজ সকাল সাড়ে ১১ টায় নয়া পল্টনস্থ হাব কার্যালয়ে হাবের ইসির জরুরী সভা অনুষ্ঠিত হবে। সভায় হজ প্যাকেজের পুরো টাকা জমা নেয়া অথবা কিস্তিতে জমা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সভায় হাব সভাপতি আলহাজ আব্দুস ছোবহান ভূঁইয়া সভাপতিত্ব করবেন। হাব মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম হজ প্যাকেজের পুরো টাকা হজযাত্রী নিবন্ধনের সময়ে নেয়ার বিষয়ে পক্ষে-বিপক্ষে মতামত প্রদানের জন্য হজ এজেন্সীগুলোর কাছে লিখিত চিঠি দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ