Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণের অভিযোগে গণধোলাই

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : স্কুলছাত্রকে অপহরণের অভিযোগে লক্ষ্মীপুরে এক যুবককে গণধোলাই দেয়া হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার আরমান হোসেন শহরের পৌর আজিম শাহ রহমত উল্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্কুল ছাত্রের আত্মীয়স্বজন জানায়, আজ বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয় স্কুলছাত্র আরমান। স্কুলের কাছাকাছি পৌঁছলে কিরন হোসেনসহ চার-পাঁচজনের একটি দল গতিরোধ করে আরমানকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। তারা সদর উপজেলার দিঘলী এলাকায় পৌঁছলে স্কুলছাত্রের চিৎকারে জনতা এগিয়ে আসে। পরে সিএনজিচালিত অটোরিকশাকে আটক করে। কিরন হোসেনকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। কিরণের অন্য সহযোগীরা পালিয়ে যায়। অপহৃত স্কুলছাত্র আরমান হোসেনকে উদ্ধার করে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলছাত্র আরমান হোসেনকে উদ্ধার ও অপহরণকারী দলের এক সদস্য কিরণকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ