Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তীব্র শীতে বাগেরহাটে অর্ধশত শিশু হাসপাতালে

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : তীব্র শীতে গত ৬ দিনে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫০ শিশু বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন শিশু ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, প্রচণ্ড শীতের কারণে জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তীব্র শীতের কারণে শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। গত ৬ দিনে জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাগেরহাট হাসপাতালে ৪৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গতকাল দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২ শিশু। হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে গিয়ে দেখা যায়, সর্দি-কাশি, জ্বর ও ঠাণ্ডাজনিত শ্বাসকষ্টের কারণেই বেশির ভাগ শিশু চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন একাধিক শিশুর মা জানান, গত দুইদিনের তীব্র শীতের কারণে শিশুদের জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ দেখা দিচ্ছে। কিভাবে তাদের ঠাণ্ডা লেগেছে বুঝতে পারিনি। বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মণ্ডল বলেন, এসময় শিশুদের নিউমোনিয়া, সর্দি-কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে শিশুদের এ ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ