Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বেতাগীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি)র আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রথম পর্যায়ের ৮০ দিনের কাজ শুরু হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে গত শনিবার উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের বাড়ির দক্ষিন পাশ হতে ফকির বাড়ি মসজিদ হয়ে তৈয়ব আলী হাওলাদারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তার উন্নয়ন কাজের মাধ্যমে-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান। বিশেষ অতিথি ছিলেন, বিবিচিনি ইউপি চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী সুদেব কৃষ্ণ হাওলাদার, প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সালমান এইচ রহমান রাসেল ও প্যানেল চেয়ারম্যান মো. সাইফুর রহমান নান্টু। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে ১৬ টি প্রকল্পে উপকারভোগীর সংখ্যা ৫৫৬ জন। প্রকল্পের অনুকূলে বরাদ্দের পরিমান ৪৪ লাখ ৮০ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ