বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়িতে পিকআপ ভর্তি দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে দীঘিনালা উপজেলা থেকে চট্টগ্রামে পাচারকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দীঘিনালা উপজেলার কামুক্যাপাড়া এলাকার বাসিন্দা রবিরঞ্জন চাকমার ছেলে সুপন চাকমা (মদ ব্যবসায়ী) এবং একই উপজেলার রশিকনগর এলাকার বাসিন্দা মো. বদিউজ্জামানের ছেলে মো. আজিম উদ্দিন (পিকআপ চালক)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিন ভূঁইয়াকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় শাপলা চত্বর এলাকায় পিকআপের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৭টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৩৩টি বোতলে ২’শ ৬৪ লিটার মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।