Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুত সমাবেশস্থল, আসছেন নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:২১ পিএম | আপডেট : ২:৫৩ পিএম, ১৯ জানুয়ারি, ২০১৯

একাদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আজ শনিবার বিজয় সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। বেলা আড়াইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। বিজয় সমাবেশের জন্য পুরোপুরি প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান। দেশের বিভিন্ন অঞ্চল ও ঢাকার আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

বেলা আড়াইটায় সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এ ছাড়া থাকবেন সদ্য গঠন করা মন্ত্রী পরিষদের সদস্য ও দলের শীর্ষ নেতারা।

সোহরাওয়ার্দীতে নিয়োজিত পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের পাশের গেট দিয়ে ঢুকবেন ভিআইপিরা। মন্ত্রী এমপি এমনকি শীর্ষ নেতাদের ঢুকতে দেওয়া হবে এই গেট দিয়ে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা মনে করি, সবকিছুই অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 
প্রধানমন্ত্রী সমাবেশে ২১শ সালের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে জানান কাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয় সমাবেশ

১৯ জানুয়ারি, ২০১৯
১৮ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ