Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরিবের ডাক্তার লিটুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

পেসেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সস্পাদক ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রাকিবুল ইসলাম লিটু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মাল্টিপল অরগান ফেইলিয়র নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে প্রফেসর ডা. মাহবুবুর রহমানের অধীনে ভর্তি হন।

ল্যাবএইড হাসপাতালের মুখপাত্র সাইফুর রহমান লেলিন দুপুর ২টায় জানান, দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে ডা. লিটু মৃত্যু বরণ করেছেন। ভর্তির সময় থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হার্ট, কিডনি, লাংসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়েছিল। চিকিৎসার ভাষায় যাকে মাল্টি অরগান ফেইলিয়র বলা হয়।

এদিকে ডা. রাকিবুল ইসলাম লিটুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চিকিৎসক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতাসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তিনি হাসপাতালে ভর্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সুস্থতা কামনা করে অসংখ্য ষ্ট্যাটাস দেখা যায়।
ডা. লিটু সবার কাছে মানবদরদী বা গরিবের ডাক্তার হিসেবে সুপরিচিত ছিলেন। পেশার প্রতি একাগ্রতার কারণে তিনি সবার কাছে ভীষণ প্রিয় ছিলেন। এই হৃদরোগ বিশেষজ্ঞ প্রতিদিন অসংখ্য রোগী দেখলেও অনেকের কাছ থেকে টাকা নিতেন না। টাকা ছাড়াই অনেকের অস্ত্রোপচার করেছেন। বহু রোগীকে বাড়ি ফেরার জন্যও পকেট থেকে টাকা দিয়েছেন। তার মৃত্যুর সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের মাতম চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ