রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরে বাড়ির ছাদ থেকে পড়ে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছাদে ওঠে মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে নিচে পড়ে সৃষ্টি রাণী দাস (১৯) ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। গত বুধবার রাতে শহরের সাহেবপাড়া আমিন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, উল্লিখিত এলাকার মাইক্রোবাস চালক বিপুল চন্দ্রের মেয়ে সৃষ্টি রাণী। সে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ঘটনার দিন গত বুধবার রাতে সে বাড়ির ছাদে ওঠে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় অসাবধানতাবশত হঠাৎ করে নিচে পড়ে যায় ওই কলেজ ছাত্রী।
স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে সেখাসে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, শিক্ষার্থী সৃষ্টি রাণীর মৃত্যু অসাবধনতায় নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।