বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাইকোর্ট মাজারে বিপুল পরিমাণ অর্থ চুরির ঘটনায় গ্রেফতারে সহায়তা চেয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ওই চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ডিএমপির ফেসবুক পেজে প্রকাশ করার মাধ্যমে এ সহায়তা চাওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, মুখে কালো কাপড় পরে সিন্দুক ভেঙে টাকা চুরি করছেন একজন। চুরির পর গেটের তালা ভাঙেন তিনি। এরপর সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তিকে এই চুরিতে সহযোগিতা করতে দেখা যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ভিডিওচিত্রে প্রদর্শিত ব্যক্তি সম্পর্কে কারো জানা থাকলে ডিএমপিতে যোগাযোগ করতে। এজন্য দুটি মোবাইল নম্বর দেয়া হয়। ০১৭১৩-৩৭৩১২৫ (অফিসার ইনচার্জ শাহবাগ থানা), ০১৭২১৪৭১৪৬১ (এসআই মনছুর আহম্মেদ)।
ডিএমপির রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, হাইকোর্ট মাজারের চুরির ঘটনায় পুলিশ প্রকৃত চোরকে ধরতে চেষ্টা চালাচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
গত ২২ ডিসেম্বর মসজিদের ভেতরে রাখা ১১টি সিন্দুকের তালা ভেঙে দানের সব টাকা নিয়ে যায় চোরেরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।