Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ শাহদাত হোসেন প্রকাশ ধ্বংস শাহদাত ও সাইফুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বসুরহাট পৌরসভার রামদী গ্রামের আবদুল হামিদের ছেলে শাহদাত হোসেন ও ৮নং ওয়ার্ডের সিরাজ আলমের ছেলে সাইফুল ইসলাম। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে বসুরহাট বাজারের অরবিন্দ ভৌমিকের কাঠের গোড়াউনে অভিযান চালায় পুলিশ। এসময় ওইস্থান থেকে ৫পিস ইয়াবা ও ৫০গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং এই ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ