Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেমগণ মাদকের বিরুদ্ধে সোচ্চার জামেয়া সুন্নিয়া মাদরাসায় মাদকবিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম


নেশা এবং মাদক সেবন ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম উল্লেখ করে বক্তাগণ বলেছেন, এই হারাম থেকে সবাইকে দূরে থাকতে হবে। মাদকের আগ্রাসনরোধে আলেমগণ সবসময় সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তারা। মঙ্গলবার নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে বক্তাগণ একথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোঃ উপ-অঞ্চলের সহযোগিতায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান। এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিদর্শক তপন কান্তি শর্মা। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, ওবাইদুল হক নঈমী, মোহাম্মদ সোলাইমান আনসারী, কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, কাজী মোহাম্মদ ছালেকুর রহমান আলক্বাদেরী, সৈয়্যদ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, আশরাফুজ্জামান আলক্বাদেরী প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ