Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তজুমদ্দিনে আগুনে পুড়েছে ৫০টি দোকান

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ভোলার পর এবার তজুমদ্দিনে আগুনে পুড়ে গেছে ৫০টি দোকান। গতকাল বেলা ২টায় তজুমদ্দিনে আগুন লেগেছে। পুড়ে গেছে ৫০টির মতো দোকান। নিমিশেই পথের ফকির হয়েছে ৫০টির বেশি পরিবার। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা যায়নি। তবে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল বেলা দু’টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলায় দক্ষিণ বাজারে আগুন লেগে ৫০টি দোকান ঘরই পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীরা দাবি করেছেন, বিদ্যুৎ লাইনের তার থেকে এই অগ্নিকাÐ ঘটেছে। টানা ৪ ঘন্টা কাজ করে ফায়ার সার্ভিস এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পুরোপুরি হিসেব জানা যায়নি। এমন খবর পেয়ে শোক প্রকাশ করেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, আমার যতোটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ