Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করিমগঞ্জ ও বেনাপোলে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে শ্রীধর চক্রবর্তী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত শ্রীধরের বাড়ি জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে পৃথক ভাবে এ দুর্ঘটনা ঘটে।
ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান জানান, ইটনা থেকে শ্রীধরসহ ৪০-৫০ থেকে জন যাত্রী নিয়ে একটি নৌকা চামড়া বন্দর ঘাটে আসছিল।
পথে বালিখলা এলাকার ঘাটে নৌকা ভেড়ানোর সময় অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এসময় শ্রীধর নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান।
পরে স্থানীয়রা শ্রীধরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে যশোরের বেনাপোল পৌরসভার বড়আঁচড়া মাঠপাড়ার একটি পুকুরের পানিতে ডুবে সাজ্জাদ (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাজ্জাদ ওই গ্রামের সুজন মিয়ার ছেলে।
বেনাপোল সদর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জব্বার জানান, সকালে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ