Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজিরে হোসেন নজু | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নীলফামারীর সৈয়দপুরের নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি, মাসিক বেতন বৃদ্ধি, প্রতি বছরে সেশনচার্জের নামে মাত্রাতিরিক্ত ফি আদায়, সেশন শেষ হওয়ার পরেও ৩ থেকে ৬ মাসের অতিরিক্ত মাসিক বেতন গ্রহনসহ বিভিন্ন ধরনের বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

গতকাল সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল সড়কে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী যৌথভাবে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে। বেলা ১১ টায় শুরু হয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী সৈয়দপুর উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও শহরের সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নীলফামারী জেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য রুহুল আলম মাস্টার, ওয়ার্কাস পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সদস্য শেখ ফজলুল হক বাবু, যুবমৈত্রী সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ ও তনজু, ছাত্রমৈত্রীর উপজেলা শাখার আহবায়ক তৌফিক আহমেদ লিমন ও যুগ্ম -আহবায়ক শাহীন হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহরের নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাত্রাতিরিক্ত ভর্তি ফি আদায় করা হচ্ছে। এছাড়াও সেশন চার্জ, উন্নয়ন ফিসহ নানা খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। শহরের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃদ্ধি করা হয়েছে শিক্ষার্থীদের মাসিক বেতনভাতাও। এ অবস্থায় মানববন্ধন থেকে অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ