Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটুরিয়াঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে ঈগল পরিবহনের ৪ যাত্রী

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : ঢাকা থেকে বাগেরহাট যাওয়ার পথে পাটুরিয়াঘাটে অজ্ঞান পার্টির কবলে পড়েছেন ঈগল পরিবহনের ৪ যাত্রী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ৪ যাত্রী হলেন- রাজীব, সজীব, মনির ও সাজ্জাদ। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অজ্ঞান পার্টির সদস্যরা প্রায় ২০ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে। খুমেক প্রিজন সেলের কনস্টেবল শফিকুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে অজ্ঞান পার্টির কবলে পড়ে চারজন খুমেকে ভর্তি হন। আনুমানিক সোমবার রাত ২টার দিকে পাটুরিয়াঘাটে এ ঘটনা ঘটে।
চিকিৎসকরা বলেন, অজ্ঞান ব্যক্তিরা অনেকটা আশঙ্কামুক্ত। পুরোপুরি সুস্থ হতে দুই-একদিন সময় লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ