Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় জামায়াত-শিবির নেতাকর্মীসহ আটক ৬৩

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : নাশকতার আশঙ্কায় পাবনা জেলার ১১টি থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের কর্মীসহ ৬৩ জনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ কন্ট্রোলরুম থেকে এই তথ্য জানানো হয়।
সূত্র জানায়, এলাকায় নাশকতার আশঙ্কায় চিহ্নিত সন্ত্রাসী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়েছে। জেলার সদর থানায়-১১ জন, আটঘরিয়া থানায়-২জন, ঈশ্বরদী থানায়-১৩ জন, চাটমোহর থানায়-৩ জন, ভাঙ্গুড়া থানায়-২ জন, ফরিদপুর থানায়-৬ জন, আমিনপুর থানায়-২ জন, সুজানগর থানায়-৪ জন, সাঁথিয়া থানায়-৫ জন, বেড়া থানায়-৬ জন ও আতাইকুলা থানায় -৬ জনকে আটক করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের অধিকাংশই জামায়াত-শিবিরের কর্মী। নাশকতার আশঙ্কায় এসব নেতা-কর্মীদের আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ