প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী ২২ জানুয়ারী এইচ আর অনিকের নেতৃত্বে ১৪ সদস্যের দল নিয়ে আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে ভারতের দিল্লী সফরে যাচ্ছে চন্দ্রকলা থিয়েটার। সেখানে তারা ২৭ ও ২৯ জানুয়ারী রাজীব গান্ধী মঞ্চে নতুন নাটক ‘দ্বৈত মানব’ মঞ্চায়ন করবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। ভারতের আন্তর্জাতিক নাট্যোৎসবে চন্দ্রকলা থিয়েটার ছাড়াও ইংল্যান্ড, স্লোভাকিয়া, ইরান, হংকং, শ্রীলংকা, আমেরিকা ও ভারত অংশগ্রহণ করবে। দ্বৈত মানব’ নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে একটি সম্পর্কের উত্থান পতনকে কেন্দ্র করে। তৃতীয় পক্ষ একটি সুসর্ম্পক কীভাবে ধ্বংস করে দেয় তার চিত্র তুলে ধরা হয়েছে নাটকটির মধ্যে। শান্ত ও শিউলির বিয়ে হয়েছে ৬ বছর। শান্ত পেশায় একজন লেখক। একুশে বই মেলার জন্য প্রকাশকরা উপন্যাস লেখার অর্ডার দেন শান্তকে। কিন্তু হঠাৎ করে শান্তর লেখা বন্ধ হয়ে যায়। উপন্যাস লেখার প্লট খুঁজে পায় না। প্রকাশকরা ফোন করছে। শান্ত তাদেরকে কথা দিতে পারছে না। এই পরিস্থিতির মধ্যেও শিউলি শান্তর সাথে নানা বিষয় নিয়ে ঝগড়া করে। নানা অভিযোগে জর্জরিত করে শান্তকে। ঝগড়ার পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করে। নাটকীয়তার মধ্যে দিয়ে ইতিহাস থেকে আগমন ঘটে ইতিহাসের ভয়ংকর ভিলেনদের। তারা তৃতিয় পক্ষ হয়ে শান্ত- শিউলির সম্পর্কের মধ্যে প্রবেশ করে। সেই তৃতিয় পক্ষ হচ্ছে হিটলার, মিরজাফর, কিসিন্জার এবং ঘসেটি বেগম। নাটকটিতে অভিনয় করেছেন মাহমুদুল হাসান মাসুম, এস এম অঙ্গন, মোঃ ইব্রাহিম হাসান, গোলাম সরোয়ার, অনিসুর রহমান, বাধন, আপন, সৈকত, নিশি এবং এইচ আর অনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।