Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় ভাইয়ের থাপ্পড়ে ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৫৬ পিএম, ১০ মে, ২০১৬

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহে বড় ভাইয়ের মারধরের কারণে আজিবর রহমান নামে আরেক ভাই মারা গেছেন। আজ সকালে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মজিবর রহমান ও আজিবর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে বড় ভাই আজিবর তার ছোট ভাই মজিবরকে চড়-থাপ্পড় দিলে কনের নিচে আঘাত লাগে। ঘটনাস্থলেই মজিবর মারা যান। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ