Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আভাস-এর নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ব্যান্ডদল শিরোনামহীন ছাড়ার পর ‘আভাস’ নামে ব্যান্ড গড়ে তোলেন তানযীর তুহিন। ইতোমধ্যে মানুষ-১ শিরোনামে একটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি। গত বছরের ১৫ মে গানটি প্রকাশিত হয়। এবার আভাস তাদের দ্বিতীয় গান ব্যান্ডের নামে (আভাস) প্রকাশ করবে। আগামী ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আভাস’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে তানযীর তুহিন জানিয়েছেন। কত প্রশ্নের বনে হারিয়ে-জড়িয়ে/বোঝে না তবু এ মন/শান্ত নিবিড় পথে হেঁটে কাটে সারাদিন সারাক্ষণ- এমন কথার গানটি রচনা করেছেন মিহন। তানযীর তুহিন বলেন, শ্রোতাদের জন্যই তো গান তৈরি করি। তাদের ভালো লাগলেই কাজটি সার্থক হয়। সেই চিন্তা থেকে কাজটি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছি। এরইমধ্যে গানটির ভিডিওর কাজও স¤পন্ন হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন আরিফ। এর ভিডিও নির্মিত হয়েছে পুরান ঢাকায়। আভাস ব্যান্ডের লাইনআপ- তুহিন (ভোকাল), সুমন (লিড গিটার), রাজু (বেস গিটার), রিংকু (ড্রামস), শাওন (কী বোর্ডস)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ