Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারদিনেও সন্ধান মেলেনি চৌদ্দগ্রামের সামছুল হকের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে চার দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ সামছুল হকের। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে। তাকে না পেয়ে স্ত্রী ও সন্তানসহ আত্মীয় স্বজনদের কান্না থামছে না। এ ঘটনায় তার ছেলে মোঃ ইউসুফ বাদি হয়ে গতকাল সোমবার থানায় জিডি করেন।

জানা যায়, সামছুল হক (৫৮) সামান্য মানসিক প্রতিবন্ধী। মুখমন্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা ও মাথার চুল সাদা-কালো। তিনি শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো পাশ্ববর্তী বাতিসা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফিরেননি। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন ব্যক্তি নিখোঁজ সামছুল হকের সন্ধান পেলে নিকটস্থ থানা বা তাঁর ছেলে ইউসুফের ০১৮১২৯২৭১৬৮ নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ