বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নূর উদ্দিন অপু (১৭) নামে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক ছাত্র।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে কলেজ ছাত্র অপু মারা যায় বলে ঘোপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক জানান।নিহত অপু ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়া গ্রামের মো. ইসমাঈলের ছেলে।
ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র নূর উদ্দিন অপু শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফেনী টাওয়ারের পাশে চৌধুরী ভবনে খালার বাসায় থেকে পড়ালেখা করতো।
“রোববার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা অপুকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে মধ্যরাতে শহরের মহিপাল চৌধুরীবাড়ি এলাকায় মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।” সোমবার ভোরে অপুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায় বলে তিনি জানান।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামন বলেন, দুর্বৃত্তদের হামলায় অপু নামে এক শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে সোমবার রাত পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।