বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর ধানমন্ডির অভিজাত রেস্টুরেন্ট এইচটুওতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সীসার অস্তিত্ব পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় রেস্টুরেন্টটির তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আকস্মিক এই অভিযান চালায়। অভিযানে অধিদপ্তরের ৫০ জন কর্মকর্তা অংশ নেন। এসময় ৭৫৯ গ্রাম নিষিদ্ধ সীসা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সীসাকে মাদক হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে। অধিদপ্তরের ঢাকা মেট্টো অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, সীসার অস্তিত্ব না পেয়ে লাউঞ্জের সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাচাই করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এইচটুও দিনভর সীসা বিক্রি করেছে কিন্তু কোনো একটি সংবাদের ভিত্তিতে হঠাৎ করেই তারা পরিবেশন বন্ধ করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।