প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন ড. মোহাম্মদ বারী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩২তম প্রযোজনা। ‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প; দুটি চরিত্র- কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্ব›েদ্বর মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত কবিকে ধরে নিয়ে যায় তার ডেরায়। মুখোমুখি হয় দুজন। নাটকটির মঞ্চ ব্যবস্থাপনায় আছেন সরকার জামান। মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইন শাহীনুর রহমান। ভিজ্যুয়াল প্রক্ষেপণ রানা সিকদার। আলোক পরিকল্পনা: অ¤øান বিশ্বাস, আবু সুফিয়ান বিপ্লব, আলোক প্রক্ষেপণ: আবু সুফিয়ান বিপ্লব/ আবদুল আলীম। আবহ সংগীত পরিকল্পনা: সেলিম মাহবুব। কোরিওগ্রাফি অনিকেত পাল বাবু। পোশাক পরিকল্পনা: ফৌজিয়া করিম। প্রযোজনা অধিকর্তা: রোকেয়া রফিক বেবী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।