Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘সন্তানসম্ভবা’ গুজবের নিন্দা করলেন নারগিস ফাখরি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সংবাদ মাধ্যমের একটি বিশেষ অংশ থেকে বলিউডের নারী তারকাদের সর্বদাই আক্রমণের শিকার হতে হয়। একটু ওজন বাড়লে বা এক দুই ইঞ্চি আকার বৃদ্ধি পেলেই ‘মুটিয়ে যাচ্ছেন’ মন্তব্য শুনতে হয় তাদের। আর পরিস্থিতি চরমে পৌছলে অনেককে ‘সন্তানসম্ভবা’ এমন মন্তব্যও শুনতে হয়। এমনই অবস্থার মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রী নারগিস ফাখরিকে। এক সূত্রের উদ্ধৃতি দিয়ে লাইভ মিরর জানায়, নারগিস ফাখরি তার প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। আরও জানান হয়, অভিনেত্রীটি তার আসন্ন ফিল্ম ‘আমাবাস’-এর প্রচারে অংশ নেয়া থেকে বিরত থেকে বর্তমানে ছুটিতে আছেন। নারগিস এমন খবর মিথ্যা দাবি করে টুইটারে ওয়েবসাইটটির নিন্দা করেছেন। তিনি লিখেছেন : “এমন খবর প্রত্যাহার করুন @দ্যলাইভথমিরর, আপনাদের প্রতিবেদক মিথ্যা লিখেছেন এবং শুধু তাই নয় তিনি একজন মানুষের শারীরিক আকার নিয়ে বিরূপ মন্তব্য করেছেন যে মানুষটি আদতে অসুস্থও হতে পারে। প্রকাশের আগে তথ্য সত্য কীনা যাচাই করে নিন।” টুইটের সঙ্গে অভিনেত্রীটি খবরটির একটি স্ক্রিনশট যুক্ত করেছেন। পরে ওয়েবসাইটটি সংবাদটি সরিয়ে নেয়। কর্ম পরিবেশ তার জন্য প্রতিকূল হওয়ায় নারগিস ফাখরি এখন আর বলিউডে কাজ করছেন না। তিন বছরের অনুপস্থিতির পর তাকে ‘আমাবাস’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে। হরর ফিল্মটি ১ ফেব্রয়ারি মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ