Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কামিং টু অ্যামেরিকা’ সিকুয়েলে ফিরছেন এডি মারফি

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

তিন দশক পর অবশেষে তা ঘটতে যাচ্ছে। ‘কামিং টু অ্যামেরিকা’র সিকুয়েলে এডি মারফিকে আরেকবার প্রিন্স আকিমের ভূমিকায় দেখা যাবে। মারফি স¤প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি জানিয়েছেন ক্রেইগ ব্রুয়ার ফিল্মটি পরিচালনা করবেন। “অনেকগুলো বছরের প্রতীক্ষার পর, আমি রোমাঞ্চিত যে ‘কামিং টু অ্যামেরিকা টু’ নির্মাণের প্রক্রিয়ায় এসেছে। আমরা অসাধারণ এক দল গঠন করেছি আর তার নেতৃত্ব দিচ্ছেন ক্রেইগ ব্রুয়ার। তিনি ‘ডোলেমাইট ইজ মাই নেইম’ ফিল্মে অসাধারণ কাজ করেছেন। আমি সেসব ক্লাসিক আর দর্শকপ্রিয় চরিত্রকে পর্দায় ফিরিয়ে আনার অপেক্ষায় আছি,” মারফি বলেন। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত মূল চলচ্চিত্রের সিকুয়েল নির্মাণের জন্য ২০১৭তে জনাথান লেভিনকে দায়িত্ব দেয়া হয়, পরে তিনি দায়িত্ব ছেড়ে দেন। নতুন ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন ‘বø্যাক-ইশ’ টিভি সিরিজের স্রষ্টা কেনিয়া ব্যারিস। মূল ফিল্মের চিত্রনাট্যকার ছিলেন ব্যারি বøস্টাইন এবং ডেভিড শেফিল্ড। ‘কামিং টু অ্যামেরিকা’ আফ্রিকার এক ছোট দেশের রাজপুত্র আকিমের গল্প যে পরিবারের নির্ধারিত বিয়ে এড়াবার জন্য নিউ ইয়র্কে পালিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ