রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের হামলার শিকার আহত স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। দুর্বৃত্তদের হামলার শিকার আহতরা হলেন- উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ইয়াসিন আলী ফিটু (৪৫), শ্যামপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি বসির আলী (৪২) ও ইউনিয়ন যুবলীগ সদস্য এমদাদুল হক (৩০)। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন ইয়াসিন আলী ফিটুর শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক খোঁজ খবর নেন এমপি ডা. শিমুল। এ সময় অর্থপেডিক বিভাগের সকল চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত বিভিন্ন রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক খোঁজ খবর নেন তিনি। এর আগে দুর্বৃত্তদের হামলায় আহত বসির আলী ও এমদাদুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক খোঁজ খবর নেন এমপি ডা. শিমুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।