Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুনে পুড়ে ৪ গরুর মৃত্যু

কমলনগর (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ল²ীপুরের কমলনগরে খলিলুর রহমান নামের এক কৃষকের গোয়ালঘরে আগুন দিয়ে চার গরু মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুরুল হক মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয়রা জানান। এতে প্রায় চারলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তোরাবগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জাানান, গত শুক্রবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে গোয়ালঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হঠাৎ আগুন দেখে খলিলের স্ত্রী রোকেয়া বেগম ও তার ছেলে-মেয়েরা চিৎকার দিলে এলাকাবাসি এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। তৎক্ষনে গোয়ালঘর ও চারটি গরু পুড়ে ছাই হয়ে যায়।
কমলনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিষয়টি এখনো আমাদের কেউ জানায় নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ