Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজে যোগ না দিলে সব কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ২:০০ পিএম | আপডেট : ৪:১১ পিএম, ১৩ জানুয়ারি, ২০১৯

আগামীকালের মধ্যে কাজে যোগ না দিলে সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

আজ রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে পোশাক শিল্পে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সভাপতি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘আগামীকালের মধ্যে শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধ করে দেওয়া হবে। নো ওয়ার্ক নো পে। অর্থাৎ কোনো বেতন দেওয়া হবে না।’

এ সময় তিনি শ্রমিকদের অনুরোধ করে বলেন, ‘আপনারা কাজে যোগ দিন। আর না হয় কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন।’

সভাপতি সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘মজুরি কাঠামো নিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। এ বিষয়ে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে। আপনাদের সরলতার সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল শিল্পে আপনাদেরকে ব্যবহার করে অরাজক পরিস্থিতি সৃষ্টির তৎপরতায় লিপ্ত রয়েছে। আপনাদের সরলতার সুযোগে দেশের অর্থনীতির প্রধান ও প্রধান কর্মস্থলের খাত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে তা হতে দেবেন না। আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হতে পারে এমন কোনো খাত এখনো গড়ে ওঠেনি। আপনারা কর্মহীন হবেন।’



 

Show all comments
  • Billal Hosen ১৩ জানুয়ারি, ২০১৯, ৫:২২ পিএম says : 0
    হে ঈমানদার গণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দেবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করল। [সূরা আহযাব, আয়াত: ৭০-৭১]
    Total Reply(0) Reply
  • Nahid hasan ১৩ জানুয়ারি, ২০১৯, ৬:৪০ পিএম says : 0
    সব গার্মেন্টস বন্ধ হলে শ্রমিকেরা কি খাবে এটা অবান্চ্ঞনিয়*
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিএমইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ