Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কনফারেন্স উপলক্ষে -মুনিরীয়া যুব তবলীগের প্রচারণা র‌্যালি আজ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আগামী সোমবার চট্টগ্রাম লালদিঘী ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ’র উদ্যোগে কাগতিয়া দরবার শরীফের কনফারেন্স উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কনফারেন্সকে উপলক্ষ করে সংগঠনের সমন্বয় পরিষদগুলো ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। কনফারেন্সের প্রচারের লক্ষ্যে আজ (শনিবার) এক মোটর সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে। কনফারেন্সে অংশ গ্রহণ করার লক্ষ্যে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদ, ঢাকা মহানগর সমন্বয় পরিষদ, হাটহাজারী ফটিকছড়ি সমন্বয় পরিষদ, উত্তর রাউজান ও দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদ, বোয়ালখালী-পটিয়া সমন্বয় পরিষদ, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদ, রাঙ্গামাটি, ফেনী, কুমিল্লা ও দেশের অন্যান্য জেলাগুলোতে বাসযোগে কনফারেন্স যোগদানের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে কনফারেন্সে যোগদানের জন্য বিভিন্ন দেশ থেকে মুসল্লিগণ আসতে শুরু করেছে। কনফারেন্সে যোগদানের জন্য মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ