বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পাঠানটুলী মতিয়ার পুলে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ মো. ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে র্যাব সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শুক্রবার) ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তারা।
গ্রেফতার মো. ইসলাম পাঠানটুলী এলাকার সিদ্দিক মেম্বারের বাড়ির মো. শফির ছেলে বলে জানিয়েছে র্যাব। তার দেখানো মতে ট্রাকের (চট্টমেট্টো-ট-১১-৮৬৪৪) ড্রাইভিং সিটের পিছনে সুকৌশলে লুকানো ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য তিন লাখ টাকা এবং জব্দকৃত ট্রাকটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানায় র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।