বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বারের সাবেক সভাপতি এবং বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা করেছে সুপ্রিম কোর্টের বিএনপি সমর্থিত আইনজীবীরা। গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের উদ্যোগে সুপ্রিম কোর্ট বার ভবনের আইনজীবী ক্যান্টিনে গত বৃহস্পতিবার রাতে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে শতাধিক আইনজীবী অংশ নেন।
সংগঠনের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অসুস্থ আইনজীবী সানা উল্লাহ মিয়ার রোগমুক্তি মুক্তি, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেক্ষাপট, বার অ্যাসোসিয়েশনের ২০১৯ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেন। এসময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
এতে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট আবেদ রাজা, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শাহাজাদা, অ্যাডভোকেট ফিরোজ শাহ, অ্যাডভোকেট আশরাফুজ্জামান খান, সংগঠনের মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আনিছুর রহমান খান, অ্যাডভোকেট আইয়ুব আলী আশ্রাফী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট শাফিউর রহমান শফি, অ্যাডভোকেট নাছিরউদ্দিন খান স¤্রাট, অ্যাডভোকেট আনজুমান আরা বেগম মুন্নী, ব্যারিস্টার নাসিম খান, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট মতিন মন্ডল,অ্যাডভোকেট মুক্তার হোসেন, অ্যাডভোকেট মো: মনির হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সানা উল্লাহ মিয়া ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে রাজধানীর আগারগাঁও-এ ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসা নেন। তিনি খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।