Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমানদের ক্রান্তিকালে ঈমান নিয়ে টিকে থাকা দুঃসাধ্য

ছাগলনাইয়ায় শানে রেসালাত সম্মেলনে বক্তারা

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সংঘাতময় বিশ্বের মানুষের শান্তি ও নিরাপত্তা আজ বিপন্ন। এ দুঃসহ অবস্থা থেকে পরিত্রাণে প্রিয় নবী (দ.) এর প্রদর্শিত শান্তির শাশ্বত প্ল্যাটফর্ম প্রকৃত ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। কারণ মুসলমানদের গুরুত্বপূর্ণ সম্পদ কোরআন-সুন্নাহ অনুসরণ ত্যাগ করে ইহুদী খ্রিস্টানদের দেওয়া লোভ লালসায় পড়ে ঈমান হারাতে বসেছে। এই করুণ পরিণতি থেকে বাঁচতে হলে জীবনের সর্বক্ষেত্রে রাসূল (দ.) এর প্রেম অন্তরে ধারণ ও আদর্শগ্রহণ করতে হবে। নচেৎ বর্তমানে মুসলমানদের ক্রান্তিকালে বিশুদ্ধ ঈমান নিয়ে ঠিকে থাকা দুঃসাধ্য ব্যাপার। গতকাল শুক্রবার ফেনী ছাগলনাইয়ার কলেজ রোড চত্ত¡রে শানে রেসালাত বাস্তবায়ন কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে শানে রেসালাত সম্মেলন বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ নিউজ এজেন্সী (বিএনএ) এর সম্পাদক ও পোর্টল্যান্ড গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মুহাম্মদ মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও আজকের প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন মাওলানা আবুল কাশেম নূরী। বিশেষ বক্তা ছিলেন ছাগলনাইয়া ইসলামী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু আহম্মদ ভূঁইয়া, গাউসিয়া কমিটি ফেনী জেলার সভাপতি অধ্যাপক মাওলানা কাজী নুরুল আলম, মাহফিল প্রস্তুতি কমিটির আহŸায়ক বদরুদ্দুজা তারেক প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ