বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগ সরকারকে গণবিচ্ছিন্ন হিসেবে অবিহিত করে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গণবিচ্ছিন্ন সরকারে একের পর এক গণবিরোধী কাজ করছে। ক্ষমতার নেশায় মত্ত হয়ে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছে। নীতিহীন সরকার লাজ-লজ্জা বিসর্জন দিয়ে নির্বাচনের নামে যা করেছে তা জনগণের জন্য চরম অপমানজনক। গণরায়ের ভয়ে ভীত হয়ে সরকার ভোটের আগের রাতে নজিরবিহীন ভোট ডাকাতি করেছে। গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি মনোনীত প্রার্থীদের ‘নির্বাচনী পর্যালোচনা’ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভুয়া ভোট ভুয়া নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখেছে। পর্যালোচনা সভায় সুচনা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। বক্তৃতা করেন এমদাদুল হক মিল্লাত, শরীফুজ্জামান শরীফ, আশোক সরকার, বদিউজ্জামান বাদল, ইসা খান, সুশান্ত ভাওয়াল, আতাউর রহমান কালু, মানবেন্দ্র দেব, অধ্যাপক কামরুজ্জামান প্রমূখ। সেলিম বলেন, গোয়ার্তুমি করে সরকার নজীরবিহীন নির্বাচন করলো। এই নির্বাচন দেশের রাজনীতিতে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ৩০ ডিসেম্বর সরকার পুলিশ র্যাব ও আইন শৃংখলা বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণকে ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছে। কিন্তু পুলিশ ও প্রশাসনকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে সরকার টিকতে পারবে না। অতীতে কোনো স্বৈরাচার টিকেনি, এই স্বৈরাচারও টিকতে পারবে না। আমরা পুণরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। না হলে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।