বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মন্ত্রণালয়ে কোনো ধরণের দুর্নীতি সহ্য করা হবে না উল্লেখ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, এ মন্ত্রণালয়কে টপ ফাইভে নিয়ে যাবো। ভূমি মন্ত্রণালয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। নতুন সরকারের মন্ত্রীসভায় স্থান পাওয়ার পর গতকাল চট্টগ্রাম আসেন তিনি। বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়ার উদ্যোগ নেয়া হলেও জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে সে কর্মসূচি বাদ দিতে বলেন মন্ত্রী। তবে নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে তার বাসভবন সার্সন রোড পর্যন্ত সড়কে বেশ কয়েকটি তোরণ নির্মাণ করা হয়। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এসব তোরণ বানিয়ে সেখানে তাদের ছবি লাগিয়ে দেয়।
বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি তার আস্থার প্রতিদান দেবো। তিনি বলেন, মন্ত্রণালয় সামলানো একটি গুরু দায়িত্ব। এখানে জনগণের জন্য কাজ করার প্রচুর সুযোগ আছে। ভূমি মন্ত্রণালয় হবে জনগণকে সেবা দেওয়ার মন্ত্রণালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।