বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহাকে মাস্টার রোলের কর্মচারী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের খুলনা জেলা কমিটির আহŸায়ক উজ্জল কুমার দাবি করছেন, রাজনৈতিক কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
গত বুধবার এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছেন উজ্জল কুমার। গত ৮ জানুয়ারি কেসিসির সচিব মো. আজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে কেসিসির ‘ভান্ডার অফিসে দুর্নীতি’র অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। উজ্জল কুমার সাহা বলেন, বর্তমান মেয়র (তালুকদার আবদুল খালেক) দায়িত্ব নেওয়ার পরদিন আমার মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। এরপর আমাকে ওএসডি করা হয়। সর্বশেষ বরখাস্ত করা হয়েছে। রাজনৈতিক কারণেই এগুলো করা হয়েছে। তিনি বলেন, ভান্ডার শাখায় দুর্নীতির অভিযোগ সঠিক নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।