Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যহাতির তান্ডবে কাপ্তাইয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকায় রাতভর বন্যহাতির তান্ডব। লোকজনের মধ্যে আতংক। একদল বন্যহাতি পাশ্ববর্তী বনহতে কাপ্তাই এলপিসি শাখার ভেতর হয়ে বসবাসরত শিল্প এলাকার কলাবাগান নামক এলাকায় এসে হামলা চালায়। এতে রাত তিনটা বাজে বসবাসরত লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পরে। বসবাসরত পরিবারের লোকজন শিশুদের নিয়ে এসময় বাহির হয়ে দিক-বেধিক ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে সকলে মিলে আগুন জালিয়ে গত বুধবার রাতে হাতিদের তাড়াতে সক্ষম হয়।

এলাকার ইকবাল, ইউসুফ, জাহাঙ্গীর ও জোলেখা জানান, দীর্ঘদিন বসবাস করছি এমনকান্ড আর দেখিনি। অভিজ্ঞ মহল জানান, বনের মধ্যে খাদ্য না থাকায় লোকালয়ে এসে হাতি তান্ডব চালাচ্ছে। আবার আসতে পারে বলে এলাকায় লোকজন বর্তমানে আতংক বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ