Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে মতবিনিময়ে নুরুল আমিন রুহুল এমপি

মতলব (চাঁদপুর) উত্তর সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চাঁদপুর-২ নির্বাচনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, আওয়ামীলীগ জনবান্ধব ও জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন । এই কাজে আমরা প্রত্যেকেই তাঁর সহযোগী। তাই আসুন, আমরা প্রত্যেকেই যে যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে, স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং নিজের দেশকে উন্নত রাষ্টের কাতারে পৌঁছাতে আসুন সকলে একসাথে কাজ করি। ৯ জানুয়ারী বুধবার সন্ধ্যার পর মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার(ভ’মি) শুভাশীষ ঘোষ, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট, রুহুল আমিন, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা, শংকর কুমার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা, ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, পল্লী বিদ্্ুযৎ সমিতির ডিজিএম নুরুল আলম ভ’ইয়া , মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ