Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ মাসেও উদ্ধার হয়নি ভাসমান ওয়ার্কশপটি

লক্ষীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

লক্ষীপুরের মেঘনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কোটি টাকা মূল্যের ভাসমান ‘এফএম কামার হাটি ঘাটি’ ওয়ার্কশপটি ডুবে যাওয়ার ছয় মাসপরও উদ্ধার করা হয়নি। এতে করে ভাসমান ওয়ার্কশপটির মূল্যবান যন্ত্রাংশ বিকল হওয়ার আশঙ্কা রয়েছে।

জানা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় সড়ক যোগাযোগ ও পণ্য পরিবহণের জন্য লক্ষীপুর-ভোলা নৌরুট ব্যহহৃত হয়ে আসছে। লক্ষীপুর-ভোলা নৌরুটে চলাচলরত ফেরি ও লঞ্চ মেরামত করতে কোটি টাকা মূল্যের ‘এফএম কামার হাটি ঘাটি’ নামে ভাসমান ওয়ার্কশপটি দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ২০১৮ সালের ৬ জুন সকালে সদর উপজেলার মজু চৌধুরীরহাট ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে ওয়ার্কশপটি ডুবে যায়। ডুবে যাওয়া ভাসমান ওয়ার্কশপটি দ্রুত উদ্ধারে কোনও তৎপরতাও দেখা যাচ্ছে।
লক্ষীপুর জেলা পরিষদের সদস্য মো. আলমগীর, মফিজুল ইসলামসহ স্থানীয়রা জানান, ডুবে যাওয়ার ছয় মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু ভাসমান ওয়ার্কশপটি উদ্ধারে প্রয়োজনীয় কোনও তৎপরতা তাদের চোখে পড়েনি।

লক্ষীপুর-ভোলা ফেরি সার্ভিস রুটের মজু চৌধুরীরহাট ঘাটের সহকারী ব্যবস্থাপক (মেরিন) মো. হারুন বলেন, ৩ জানুয়ারি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি দল ডুবে যাওয়া ভাসমান ওয়ার্কশপটি উদ্ধারে ঘটনাস্থল জরিপ করেছে। তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানা যাবে উদ্ধারের বিষয়টি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে ডুবে যাওয়া ওয়ার্কশপটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ