পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মোশাররফ হোসেন খান। এতোদিন তিনি ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশনা মোতাবেক তাকে এই পদোন্নতি দেয়া হয়েছে বলে বৃহষ্পতিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মোশাররফ হোসেন বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন। ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ ও পরিদর্শন বিভাগ, ব্যাংকিং রেগুলেশন ও পলিসি ডিপার্টমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, মাইক্রোক্রেডিট রিগুলেটরি অথোরিটি, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়সহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন মোশাররফ হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।