বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাস্টমসে চাকরি প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগে কুরবান আলী একজনকে গ্রেফতার করেছে র্যাব। গত মঙ্গলবার রাজধানীর তেজকুনীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় অপহৃত জুয়েলকে (২২) উদ্ধার করা হয়। র্যাব জানায়, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জুয়েলকে ঢাকায় এনে অপহরণ করে তার দুই বন্ধু। পরে মুক্তিপণের দাবিতে জুয়েলের বাড়িতে ফোন করে চার লাখ টাকা দাবি করে তারা।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি সাইফুল মালিক বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপে চাকরি করতেন নাটোরের বাসিন্দা জুয়েল আহম্মেদ। চাকরির সুবাদে আবু মুসা ওরফে প্রিন্স আল মুসা ও কুরবান আলীর সঙ্গে তার বন্ধুত্ব হয়।
পরে তারা দু’জনে জুয়েলকে কাস্টমসে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র পাঠিয়ে ঢাকায় এনে অপহরণ করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মুক্তিপণ দেওয়ার কথা বলে ফাঁদ পেতে কুরবানকে আটক করা হয়। মুসা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।