বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোনো ধরণের অস্ত্রোপচার ছাড়াই গত দশবছরে ৩০ হাজারের বেশি হৃদরোগীকে ‘সাওল’ পদ্ধতিতে চিকিৎসা করে পুরোপুরি সুস্থ্য রেখেছে হৃদরোগ চিকিৎসার পথিকৃত ‘সাওল হার্ট সেন্টার বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এ দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল এ উপলক্ষে রাজধানির ইস্কাটন গার্ডেন (প্রধান) ও চট্রগ্রাম শাখায় দিনব্যাপী বিনামূলে চিকিৎসা পরামর্শ দেয়া হয়। এ সময় শতাধিক রোগী এই সুবিধা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কনসালটেন্ট সার্জন জেনারেল ও ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল বিজয় কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান।
সাওল মিলনায়তনে আয়োজিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিকিৎসাকেন্দ্রটির বাংলাদেশ শাখার প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান, প্রতিষ্ঠানটির সিনিয়র কনসালটেন্ট ডা. এমএম রহমান, চট্রগ্রাম শাখা কনসালটেন্ট ডা. ফারহান আহম্মেদ ও প্রফেসর ডা. মাহমুদুল হক, সাবেক যুগ্ন-সচিব (আরবান-হেলথ কেয়ার প্রজেক্ট স্বাস্থ্য মন্ত্রণাল) আব্দুল হাকিম মজুমদার, ড. লৎফাসেন রোজি, সাবেক সাংসদ নুরুল ইসলাম মনিসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।