প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন মেয়াদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান বেশ কয়েকজন অভিনয় শিল্পী। এদের মধ্যে রয়েছেন, রোকেয়া প্রাচী, শমী কায়সার, অপু বিশ্বাস, নাট্যকার মাহবুবা শাহরীনসহ আরও বেশ কয়েকজন। রোকেয়া প্রাচী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক স¤পাদকের দায়িত্ব পালন করছেন। গত নির্বাচনে ফেনী-৩ আসনে (দাগনভ‚ঞা-সোনাগাজী) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। তবে মনোনয়ন পাওয়া নেতার জন্য নৌকায় ভোট চেয়েছেন দলের নির্দেশ মেনে। এবার তিনি আশা করছেন সংরক্ষিত আসনে দল থেকে মনোনয়ন পাবেন ও নির্বাচিত হবেন। তিনি বলেন, অনেক দিন ধরেই আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে আসছি। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে বড় হয়েছি। নেত্রী শেখ হাসিনার সান্নিধ্য আমার রাজনৈতিক ও দেশপ্রেমের চেতনাকে উজ্জ্বল করেছে। সেই আদর্শ ও অভিজ্ঞতাকে মানুষের কাজে ব্যবহার করতে চাই। তিনি বলেন, সবেমাত্র মন্ত্রিসভা গঠিত হলো। সংরক্ষিত আসনের নির্বাচন প্রক্রিয়া এখনও অনেক দেরি। তবে আমি নিজেকে তৈরি করছি। সময় হলে আনুষ্ঠানিকভাবেই বাকি সব জানাতে পারব। আমি আশাবাদী, আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাকে মূল্যায়ণ করবেন। দলের জন্য আমার শ্রম, ত্যাগ স¤পর্কে অবশ্যই তিনি অবগত। শমী কায়সারও কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। একাদশ সংসদ নির্বাচনে তিনিও রোকেয়া প্রাচীর সঙ্গে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন ফেনী-৩ আসনে (দাগনভ‚ঞা-সোনাগাজী)। তিনিও মনোনয়ন পাননি। তবে সংরক্ষিত নারী আসনের মনোনয়নে এগিয়ে আছেন এই অভিনেত্রী। সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায় আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি সক্রিয় ছিলেন আওয়ামী লীগের প্রচারণায়। অপু বিশ্বাস মনোনয়ন চান তিনি। তিনি বলেন, আমি পারিবারিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বেড়ে উঠেছি। তার রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই প্রভাবিত করেছে। তাকে তো চোখে দেখার সুযোগ পাইনি। ধন্য হয়েছি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে। তার মাতৃত্বসুলভ ব্যবহার, কঠিন নেতৃত্ব, মানবিকতার সুনাম আজ বিশ্বময়। তার আদর পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমার জীবনের দুঃসময়ে তার কাছ থেকে সাহস পেয়েছি, ধৈর্যশীল হওয়ার পরামর্শ পেয়েছি। আমি তার নেতৃত্বে কাজ করার সুযোগ চাই। বিশিষ্ট্য নাট্যকার ও জননেত্রী পরিষদের সভাপতি মাহবুবা শাহরীনও সংরক্ষিত আসন থেকে এমপি হতে চান। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে লালিত এবং বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বকে আমার স্বপ্ন হিসেবে ধরে নিয়েছি। তার দূরদর্শী নেতৃত্ব ও মায়ের মমতাময়ী বৈশিষ্ট্য আমাকে বরাবরই আপ্লুত করে। সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হলে তার স্বপ্ন ও আদর্শকে ধারণ করে নিজের সর্বোচ্চ চেষ্টা করে দেশের জন্য কিছু করতে চাই। আমি ইতোমধ্যে আমার এলাকা টাঙ্গাইলের মির্জাপুরের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছি। আমি এলাকার মানুষের সাথে কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর স্বপ্নের সমৃদ্ধির বাংলাদেশের সাথে যুক্ত হতে চাই। আমি আশা করি, সংরক্ষিত আসনে প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবেন। সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন চাইবেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছাত্রজীবন থেকেই জ্যোতি সক্রিয় আওয়ামী লীগের রাজনীতিতে। গত নির্বাচনে ময়মনসিংহ-৩ আসন থেকে মনোনয়ন কেনার আলোচনায়ও এসেছে তার নাম। তবে মনোনয়ন পাননি। এবার জ্যোতি তৈরি হচ্ছেন সংরক্ষিত আসনের জন্য। এছাড়া সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন চাওয়ার তালিকায় দেখা যেতে পারে অঞ্জনা, তারানা হালিম, তারিন প্রমুখকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।