Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তুরাগে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

রাজধানীর তুরাগে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গতকাল থানা ও হাসপাতাল সূত্রে এ বিষয়টি জানা গেছে। তুরাগ থানার এসআই মোতালেব বলেন, গত সোমবার রাত ৯টার দিকে তুরাগের ভাবনারটেক এলাকা থেকে ওই কিশোরীকে মোটরসাইকেলে তুলে নয়ানগর এলাকায় নিয়ে এক যুবক ধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠায়। দুর্বৃত্তের মাথায় হেলমেট থাকায় কেউ তাকে চিনতে পারেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ